Positively learn to think / পজিটিভ ভাবে ভাবতে শেখো
A blind boy was sitting in front of a large bank. There was a dish in front of him and a paper in his hand, writing that 'I am blind, please help me'.The whole morning just got a few pennies in his bag. A bank employee saw the blind while entering the bank. He gave him some money, took his hand papers and wrote something behind it.Then he handed it over to the boy so that everyone could see the new text. Then amazingly the amount of help was increased. A lot of people were helping the boy, his dish was filled. The banker came out of his office and came to see the boy. Recognizing his throat, the boy asked him, 'Are you the person who changed my paperwork? What did you write?
The man said, I also wrote the truth but in a different way. I wrote, "I have a nice day today but I do not see my bad luck."
Two writings tell people that the boy is blind. But the first one just says that he is blind. But the second article is telling people that they are very lucky
They are not blind.
Be thankful to Allah for what you have. Learn to think a new way, a little differently but positively
Learn to think When life gives you 100 reasons to suffer, show life that you also have thousands of reasons to be happy.
এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসে ছিলো।তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ, যাতে লেখাঃ ‘আমি অন্ধ,অনুগ্রহ করে সাহায্য করুন’।
সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সায় জমেছিল। ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখলো। সে তার
মানিব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিলো, তার হাতের কাগজটি নিল এবংএর পেছনে কিছু লিখলো। এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লেখাটি দেখতে পায়। এরপর আশ্চর্যজনক ভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে গেল। অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকলো, তার থালাও ভরে উঠলো।বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকেদেখতে এলো। তার গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করলো,‘তুমিই কি সেই লোক যে আমার কাগজের লেখাটি বদলে দিয়েছিলে? কি লিখেছিলে
তুমি?’
লোকটি বলল, আমিও সত্যটাই লিখেছিলাম তবে একটি ভিন্ন ভাবে। লিখেছিলাম,‘‘আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না।’’
দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ। কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ। কিন্তু দ্বিতীয় লেখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে
তারা অন্ধ নয়।
তোমার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো। নতুন ভাবে চিন্তা করতে শিখো, সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভ ভাবে
ভাবতে শেখো। জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশটা কারণ দেয়, জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে।